নীরব মোদীর ২৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ১২ হাজার ৬০০ কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর হংকংয়ের ২৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, অর্থপাচার রোধ সংক্রান্ত আইনে নীরবের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি দুবাইয়ের একটি সংস্থার মাধ্যমে হংকংয়ের সংস্থায় পাঠানো হয়। দু’জায়গাতেই সংস্থাগুলির কর্ণধার নীরব। মোট ২৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডির পক্ষ থেকে জানা গিয়েছে, তদন্ত চলাকালীন সম্পত্তির মূল্য, চালান দেওয়া মালের প্রাপক, জাহাজের বিভিন্ন তথ্য সবকিছুই খতিয়ে দেখা হয়। এখান থেকেই প্রমাণিত হয় যে নীরব মোদী ২৫৫ কোটির সম্পত্তি এই দেশে থেকে হংকংয়ে চালান করেছে।
ED attaches valuables worth Rs 255 Crores in Hong Kong under PMLA belonging to Nirav Modi. Total attachment in this PNB scam case till date is worth Rs 4744 crore. (file pic) pic.twitter.com/L5qbIOeDBA
— ANI (@ANI) 25 October 2018
প্রসঙ্গত, পিএনবি মামলায় ইতিমধ্যেই নীরব মোদির ৪,৭৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পিএনবি জালিয়াতি মামলা প্রকাশ্যে আসার পরই নীরব মোদী দেশ ছেড়ে লন্ডনে গা–ঢাকা দিয়ে রয়েছে। ইন্টারপোল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শুধু দুবাই, নিউ ইয়র্কেই নয়, লন্ডন, বাহমাস এমনকি সিঙ্গাপুরেও পিএনবি থেকে হাতিয়ে নেয়া টাকা পাচার করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।