জম্মু-কাশ্মীরের ঘরে ঘরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে: মোদী
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের ঘরে ঘরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো বলেন, উপত্যকার গ্রামীণ অঞ্চলে আরও বেশি করে প্রচার করতে হবে। আগামী ৭ দিনে ৩৬ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীর সফরে যাবেন। তাঁরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন উন্নয়নের বার্তা।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে থেকে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। এই পদক্ষেপের প্রায় পাঁচ মাস পর এবার উপত্যকার উন্নয়নে বিশেষ তৎপর হলেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মন্ত্রীদের বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনা কাশ্মীরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীদের গ্রামাঞ্চল পরিদর্শন করতে হবে এবং সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নিতে হবে।
জম্মু ও কাশ্মীরের এই কর্মসূচিতে থাকছেন- স্মৃতি ইরানি, পীযূষ গয়াল, জিতেন্দ্র সিং, রবিশঙ্কর প্রসাদ, কিরেন রিজিজু, হরদীপ পুরী, জি কিশেন রেড্ডি, পুরুষোত্তম সিং রূপালা, মহেন্দ্র নাথ পাণ্ডে, জেনারেল ভি কে সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত এবং অনুরাগ ঠাকুর।