Monday, March 24, 2025
দেশ

সাফাই কর্মীদের সঙ্গে বসে প্লাস্টিক কুড়োলেন মোদী

মথুরা: প্লাস্টিক মু্ক্ত ভারত গড়তে এবার নিজেই হাত লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মথুরায় স্বচ্ছ অভিযানে কর্মসূচিতে অংশ নিয়ে মহিলা সাফাই কর্মীদের সাথে প্লাস্টিক কুড়াতে দেখা গেল স্বয়ং প্রধানমন্ত্রীকে। এদিন ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পে ২৫ জন সাফাইকর্মী দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে ওই মহিলা সাফাই কর্মীদের সঙ্গে শুধু কথা বলাই নয়, তাঁদের কাজে হাত মিলিয়ে মাটিতে বসে বর্জ্য থেকে প্লাস্টিক সাফাই করতেও দেখা যায় দেশের নমোকে।

এর আগে ২ অক্টোবর থেকেই গোটা দেশে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী। এবার নিজেই প্লাস্টিক মুক্ত দেশ গড়তে হাত লাগালেন মোদী। ওই মহিলা সাফাই কর্মীরা মুখোশ এবং গ্লাভস পরে, আবর্জনার স্তূপ নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁরা সাধারণত পরিবারগুলি থেকে ফেলে দেওয়া জঞ্জাল এবং সেগুলির মধ্যে প্লাস্টিকের পরিমাণ সম্পর্কে প্রধানমন্ত্রীর নানা প্রশ্নের জবাব দিয়েছেন বলে জানা গেছে। কথা বলার পাশাপাশি ওই মহিলাদের নিজেদের কাজের জন্য সম্মানিতও করা হয়।


সোমবার রাষ্ট্রসঙ্ঘের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করার বিষয়ে ভারতের দৃঢ়প্রতিজ্ঞ এবং বিশ্বের অন্যান্য দেশগুলিকেও সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার জন্য সামিল হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে ভারতে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হবে। আমরা পরিবেশ-বান্ধব বিকল্পের বিকাশ এবং প্লাস্টিক কালেকশন ও তার ডিসপোজালের পদ্ধতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদী বলেন, তাঁর সরকার ২০২২ সালের মধ্যে একক ব্যবহারের প্লাস্টিক পুরোপুরি নির্মূল করার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ এই প্রচেষ্টার অংশ হিসাবে, বিশেষ প্রচারও করবে তাঁর সরকার, যাতে একক ব্যবহারের প্লাস্টিকের ব্যবহার না করার বিষয়ে সচেতন হন দেশের নাগরিক।