রাহুলকে পিছনে ফেলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মোদী: সমীক্ষা
নয়াদিল্লি: রবিবার বিকালে জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ‘ইন্ডিয়া টুডের জন্য অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ(PSE)’ তাদের সমীক্ষায় জানিয়ে দিল, সপ্তদশ লোকসভাতেও বিজেপির পাল্লাই ভারী থাকবে। কংগ্রেস নেতৃত্বাধীন জোটের থেকে সরকার গঠনের দৌড়ে অনেক এগিয়ে থাকবেন নরেন্দ্র মোদী।
সমীক্ষা অনুযায়ী, ৫২ শতাংশ মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, অন্যদিকে রাহল গান্ধীকে পছন্দ ৩৩ শতাংশের। প্রসঙ্গত, জানুয়ারির পিএসই সার্ভেতে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ৪৮ শতাংশ এবং রাহুল ৩৫ শতাংশ ভোট পড়ে।
উল্লেখ্য, গত অক্টোবরে তাদের জনপ্রিয়তার এই অনুপাত ছিল ৪৬ শতাংশ এবং ৩২ শতাংশ। অর্থাৎ মোদী সরকারের জনপ্রিয়তা গত অক্টোবর থেকে(৪৪ শতাংশ) চলতি বছরের মার্চে (৪৮ শতাংশ) সমীক্ষা অনুযায়ী ঊর্ধ্বমুখী হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, মহিলা হোক বা পুরুষ, উভয়ক্ষেত্রেই মোদীর থেকে অনেক পিছিয়ে রাহুল গান্ধী। পিএসই-র এই সার্ভে চলতি বছরের মার্চে সমগ্র দেশের ৫৪০ সংসদীয় এলাকায় করা হয়। এতে ১,৩৪,৬৮২ অংশগ্রহণ করেছিলেন।
প্রসঙ্গত, রবিবার বিকালে কমিশনার সুনীল অরোরা সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন। এবার ভোট হবে সাত দফায়। প্রথম দফার ভোট শুরু হবে ১১ এপ্রিল। শেষ হবে ১৯মে। ভোটের ফলাফল আগামী ২৩মে।