Thursday, June 19, 2025
Latestদেশ

ভারত-চিন একজোট হলে শুনতে বাধ্য গোটা বিশ্ব

নয়াদিল্লি: দু’দিনের ঘরোয়া বৈঠকে যোগ দিতে শি জিনপিং ভারতে এসে পৌঁছেছেন। চিনা প্রেসিডেন্ট চেন্নাই বিমানবন্দরে নামার পরই টুইট করে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে যোগ শুক্রবারই দিতে দুপুর নাগাদ মহাবলীপুরম পৌঁছান মোদী। মামাল্লাপুরমে জিনপিংয়েরর সঙ্গে শুক্রবার বিকালে মোদীর সাক্ষাৎ হয়। এরপর তাঁরা শোর মন্দির চত্বরে একটি স্থানীয় সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন। জিনপিংকে এদিন মোদী নাচিয়ারকয়েল ল্যাম্প এবং থানজাভুর চিত্রকলা উপহার দিয়েছেন।

২০১৮ সালের হুনান সম্মেলনের পর এ নিয়ে দ্বিতীয় বার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে বসছেন শি জিনপিং। ভারত এবং চিনের এই দুই রাষ্ট্রনেতা সীমান্ত এবং বাণিজ্যে আত্মবিশ্বাস গঠনকারী পন্থার প্রসঙ্গে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া, ফিনান্সিয়াল অ্যাক্সন টাস্ক ফোর্সের বৈঠকের প্রাক্কালে জিনপিংয়ের ভারত সফরে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনাও বিশেষ গুরুত্ব পাবে।

জিনপিংয়ের ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। জিনপিংয়ের সফর নিয়ে ভারতে যেমন প্রস্তুতি তুঙ্গে, তেমনি চিনেও এই সফর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ভারত-চিনের সম্পর্ক এই বৈঠকে অন্যমাত্রা পাবে বলে চিনের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে। একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারত-চিন একজোট হয়ে কোনও কিছু বললে সেটা শুবে গোটা বিশ্ব।

আমেরিকার সঙ্গে বাণিজ্যিক বিবাদের পর চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে চিন। আর এদিকে ভারতের অর্থনীতির অবস্থাও খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে ভারতের মতো বিশাল বাজারে যদি চিন জায়গা করে নিতে পারে তাহলে দু’দেশের অর্থনীতি নতুন দিশা পাবে।

সরকারি সূত্রে খবর, আগামী ১৩-১৮ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে চলা টাস্ক ফোর্সের বৈঠকে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার আর্জি জানাবে ভারত। এ ক্ষেত্রে বিষয়টি ‘বস্তুনিষ্ঠ’ভাবে দেখার অনুরোধ জানাবে ভারত। পাশাপাশি, বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। চিন ভাল করেই ভারতের এই অবস্থান সম্পর্কে অবগত। তবে চেন্নাইয়ে ঘরোয়া বৈঠকে আগ বাড়িয়ে জিনপিংয়ের কাছে কাশ্মীর ইস্যু তুলবে না ভারত। যদি জিনপিং নিজে থেকে এ প্রসঙ্গ তোলেন, তখন জম্মু-কাশ্মীরের ব্যাপারে ভারত তার অবস্থানের কথা ফের স্পষ্ট করে জানিয়ে দেবে।