বিশ্বজুড়ে ভারতের সম্মান, ভারতের প্রতি উৎসাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে: মোদী
নয়াদিল্লি: এক সপ্তাহ মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরলেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন এবং টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে ‘হাউদি মোদী’ ইভেন্ট সহ একাধিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিন প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা রাখতেই তাঁকে ‘ভারত মাতা কি জয়’, ‘মোদী-মোদী’ স্লোগান-এর মাধ্যমে স্বাগত জানানো হয়।
পালাম বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী সমাবেশে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশবাসীকে কুর্ণিশ জানাই। আমার এবারের দেশে ফেরা স্মরণীয় হয়ে থাকবে। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এরপর তিনি পালাম বিমানবন্দর থেকে থাইম্যা রোড পর্যন্ত দু-কিলোমিটার একটি রোড শো করেন।
#WATCH: PM Narendra Modi waves to people gathered outside Palam Technical Airport to welcome him as he arrived in Delhi today, after concluding his visit to USA. pic.twitter.com/DKd7Icigdg
— ANI (@ANI) September 28, 2019
মোদী বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়ের পরে আমি রাষ্ট্রপুঞ্জে গিয়েছিলাম এবং ২০১৯ এর লোকসভা নির্বাচনে জিতে ফের রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা রাখলাম। তবে আমি গত ৫ বছরে অনেক পার্থক্য অনুভব করেছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে এবং বিশ্বনেতাদের চোখে ভারতের সম্মান বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই কৃতিত্ব গোটা দেশবাসীর, যাঁরা আবারও আমাকে ভোট দিয়ে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করেছে। যাঁরা ভারতবর্ষে ফের মোদী সরকার গঠনে সাহায্য করেছেন, তাঁদের কারণেই বিশ্বজুড়ে ভারতের সম্মান বেড়েছে।
মোদী জানান, তিনি যখন নিউ ইয়র্কে পৌঁছেছিলেন, তখন তাঁকে আন্তর্জাতিক নেতারা কিভাবে মোদী বলে কথোপকথন শুরু করেছিলেন। ভারতীয়রা বিশ্বের উপর যে প্রভাব ফেলতে পারে তার এই বিশালতা। এভাবেই ভারত বিশ্বের মন জয় করতে পারে। আমি এটি আমার চোখ দিয়ে দেখেছি, আমি নিজেই অনুভব করেছি। ‘হাউডি মোদী’ অনুষ্ঠানের আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ধন্যবাদ জানাই।
সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিন বছর আগে ২৮ শে সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন। শনিবার সন্ধ্যায় ভারতের মাটিতে তাঁর প্রত্যাবর্তন আরও স্মরণীয় হয়ে থাকবে। নমো বলেন, আজ ২৮ শে সেপ্টেম্বর। তিন বছর আগে, এই দিনটিতে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। প্রতি মুহূর্তে ফোন কলের অপেক্ষায় ছিলাম। ২৮ সেপ্টেম্বর ছিল এক মুহুর্তের দিন। এটি ছিল যেদিন আমাদের ভারতীয় সাহসী সৈন্যরা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। সাহসী সৈন্যদের কুর্ণিশ জানাই।