Thursday, June 19, 2025
Latestদেশ

অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ৫৫তম জন্মদিন। বিজেপির এই প্রভাবশালী নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের ক্ষমতায়ন ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

টুইটারে বিজেপি সরকারের অন্যতম স্তম্ভকে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, শুভ জন্মদিন অমিত শাহ। আমার সহকর্মী, একজন অভিজ্ঞ রাজনীতিক এবং দক্ষ নেতা। সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তিনি দেশকে শক্তিশালী ও সুরক্ষিত করার জন্য কাজ করে চলেছেন। ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।


১৯৬৪ সালের ২২ অক্টোবর মুম্বাইতে জন্মগ্রহণ করেন অমিত শাহ। ২০১৪ সাল থেকে বিজেপির সভাপতি হিসাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দলীয় প্রধান থাকাকালীনই বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হয়ে উঠেছে, দলের এখন ১০ কোটিরও বেশি নিবন্ধিত সদস্য রয়েছে।

জানা যায়, অমিত শাহ একজন ক্রিকেটপ্রেমী মানুষ, তিনি নিজেও একজন ক্রীড়া ব্যক্তিত্ব। অমিত শাহ একজন সাহসী পাঠক যার প্রধান আগ্রহ রয়েছে ইতিহাস ও সাহিত্যের উপরে। তাঁর জন্মদিনে, তাঁর দলের সহকর্মীরা কাছ থেকে শুভেচ্ছা বার্তা এসেছে। প্রত্যেকেই তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য তাঁর প্রশংসা করে দীর্ঘায়ু কামনা করেছেন।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেছেন, অদম্য, কঠোর পরিশ্রমী, দক্ষ কৌশলবিদ এবং মন্ত্রিসভার সহকর্মী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার করার জন্য কঠোর পরিশ্রম করছেন। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।