১৫০ তম গান্ধী জয়ন্তীতে ‘স্বচ্ছ ভারত’ গড়ার ডাক দিলেন মোদী
আমেদাবাদ: দেশজুড়ে সাড়ম্বরে পালিত ‘জাতির জনক’ মোহনদাস করমচাঁদ গান্ধীর সার্ধশত জন্ম জয়ন্তী। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সমগ্র দেশবাসী এদিন ‘বাপুকে’ শ্রদ্ধা জানালেন। বুধবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন নমো।
প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বচ্ছ ভারত গড়ার ডাক দেন। এদিনই আমেদাবাদে গান্ধীর সবরমতী আশ্রমে যান তিনি। সবরমতী আশ্রম থেকেই একাধিক কর্মসূচির ঘোষণা করেন তিনি। এদিন টুইটারে মোদী লিখেছেন, বাপুর সার্ধশতবর্ষ জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করছি। মানবাতার প্রতি তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর স্বপ্ন ও নতুন বিশ্ব গড়ার কাজে আমরা এগিয়ে যাব।
২০১৪ সালে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় সবরমতী আশ্রমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য সম্পর্কে ঘোষণা করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার গ্রামবাসী।
মোদী বলেন, গত পাঁচ বছরে ‘স্বচ্ছ ভারত’ অভিযান সফল হয়েছে। গান্ধীজির পাশাপাশি এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিবস। সেই উপলক্ষ্যে বিজয়ঘাটে শাস্ত্রীজির সমাধিস্থলে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।