মোদীকে ‘সবথেকে নির্ভরযোগ্য বন্ধু’ বলে সম্বোধন করলেন আবে
টোকিও: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সবথেকে নির্ভরযোগ্য বন্ধু’ বলে সম্বোধন করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ইয়ামানাশির মাউন্ট ফুজি হোটেলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, মোদী হচ্ছেন বিশ্বাসযোগ্য বন্ধুদের মধ্যে অন্যতম। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বজায়ে সর্বদা সচেষ্ট তিনি। নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের ভূয়শী প্রশংসা করেন শিনজো আবে।
ইয়ামানাশিতে ১৩ তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে সম্মেলনে যোগ দিতে শনিবার জাপান সফরে যান ভারতের প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই জাপানের প্রশংসা করেন মোদী বলেন, অর্থনীতি এবং প্রযুক্তিগত ক্ষেত্রে টোকিও বরাবরই দিল্লির সব থেকে নির্ভরযোগ্য বন্ধু।
জাপানের তরফ থেকেও রবিবার একই বার্তা শোনা গেল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, মোদী হচ্ছে ভারতের ‘আউটস্ট্যান্ডিং’ নেতা। একইসঙ্গে জাপান-ভারতের সুসম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি দু’দেশের নিরাপত্তা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, পর্যটনের মতো বিভিন্ন সেক্টরে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন তিনি।
সাক্ষাত পর্বে, শিনজো আবের হাতে দেশীয় হস্তশিল্পের একটি নির্দশন তুলে দেন মোদী। এর মধ্যে ছিল উত্তর প্রদেশের মির্জাপুরের শিল্পীদের হাতে বোনা কার্পেট, যার স্থানীয় নাম ধুরি। উপহারের মধ্যে ছিল ভারতীয় শিল্প-ভাস্কর্যের নিদর্শন লাল এবং হলুদ বেলেপাথরের দু’টি বাটি। ছিল রাজস্থানের যোধপুরের কাজ করা বিশেষ বাক্স।