Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

জাপানে মোদীকে স্বাগত জানালেন শিনজো আবে

টোকিও: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবে। রবিবার ইয়ামনাশির হোটেল মাউন্ট ফুজিতে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করেন। ২ দিনের সফরে জাপান গিয়েছেন মোদী। তিনি ত্রয়োদশ ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। রবিবার এবং সোমবার রয়েছে সেই বৈঠক।

এই নিয়ে শিনজো আবের সঙ্গে ১২বার দেখা করলেন মোদী। প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন প্রথম তিনি দেখা করেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। এবারে শীর্ষ দুই নেতার বৈঠকে মূল বিষয় হিসেবে থাকছে প্রতিরক্ষা। দুই দেশের আঞ্চলিক নিরাপত্তা আরও কিভাবে জোরদার করা যায় এসব থাকছে আলোচনায়।

এছাড়া ভারত-জাপানের সম্পর্ক কিভাবে আরও দৃঢ় করা যায় এবং বাণিজ্যিক প্রসারের বিষয়গুলোও দুই দিনের বৈঠকে থাকছে।দুদিনের এই সামিটের প্রথমদিন রবিবার মূল অ্যাজেন্ডা হিসেবে প্রতিরক্ষা জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে। দ্বিপাক্ষিক চুক্তি ছাড়া মোদী-আবের আলোচনার মধ্যে আঞ্চলিক সমস্যা থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগিল উঠে আসতে পারে বলে জানা গিয়েছে। বৈঠকে ছাড়াও টোকিওতে ইন্ডিয়ান কমিউনিটির অনুষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন মোদী।