ট্রাম্প, ওবামাকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় মোদী
নয়াদিল্লি: আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে বিশ্বের নির্বাচিত নেতাদের মধ্যে এক নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামে নমোর ফলোয়ার্স সংখ্যা ৩০ মিলিয়ন (৩ কোটি), ২৫.৬ মিলিয়ন (২ কেটি ৫৬লাখ) ফলোয়ার্স নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো রয়েছেন দ্বিতীয় স্থানে।
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার রয়েছে ২৪.৮ মিলিয়ন (২ কোটি ৪৮ লাখ) ফলোয়ার্স, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার্স সংখ্যা ১৪.৯ মিলিয়ন (১ কোটি ৪৯ লাখ)। ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশী ফলোয়ার্স থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার্স সংখ্যার স্ক্রিনশর্ট দিয়ে জেপি নাড্ডা টুইটারে লিখেছেন, ইনস্টাগ্রামে ৩০ মিলিয়নের বেশি ফলোয়ার্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে তিনি। এটা তাঁর জনপ্রিয়তা এবং যুব সমাজের সঙ্গে যোগাযোগের প্রমাণ।
টুইটারেও খুবই জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, টুইটারে নমোর ফলোয়ার্স সংখ্যা ৫০ মিলিয়ন (৫ কোটি)। টুইটারে মোদীর আগে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের ফলোয়ার্স সংখ্যা ৬৫ মিলিয়ন। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ফলোয়ার্স সংখ্যা ১০৯ মিলিয়ন।