কর্তারপুর করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: কেন্দ্রীয় মন্ত্রী
নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে। তবে দু’দেশের সম্পর্ক যেমনই হোক, গুরু নানকজির ৫৫০তম জন্মদিনের আগে আগামী ৮ নভেম্বর উদ্বোধন হবে কর্তারপুর করিডর। শনিবার টুইটে কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর জানালেন কর্তারপুর করিডরের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হরসিমরত কৌরের দাবি, এই করিডর উদ্বোধন হলে দু’দেশের মধ্যে ধর্মীয় আদানপ্রদান আরও সহজ হবে। কারণ, এই করিডর দিয়ে যুক্ত হবে পা়ঞ্জাবের গুরুদাসপুরের গুরুদ্বার এবং পাকিস্তানের কর্তারপুরের গুরুদ্বার। এই করিডর দিয়ে যাতায়াতের জন্য কোনও ভিসা লাগবে। অবাধ এই যাতায়াত যে দু’দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
With the blessings of Guru Nanak Dev ji, Sikh Panth’s ardaas for ‘khule darshan deedar’ of Sri Kartarpur Sahib to finally become reality !
On Nov 8th, history will be created with PM @narendramodi ji inaugurating the #kartarpurcorridor (ICP). 1/2 pic.twitter.com/wBHeTRZcma— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) October 12, 2019
টুইটে কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত আরও বলেছেন, অবশেষে বাস্তবায়িত হতে চলেছে দীর্ঘদিনের পরিকল্পনা। দু’দেশের শিখ ধর্মাবলম্বীরা দুই দেশের অন্যতম পবিত্র তীর্থস্থানে যাতায়াত করতে পারবেন অবাধ ভাবে। দর্শন করতে পারবেন গুরু নানকজির।
কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের এই মন্তব্যে শুরু হয়েছে নয়া বিতর্ক। কারণ এর আগে মোটামুটি ঠিক ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কর্তারপুর করিডরের উদ্বোধন করবেন। গত ৩ অক্টোবর দিল্লিতে মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দর জানিয়েছিলেন, তাঁর আমন্ত্রণে রাজি হয়েছেন মনমোহন সিং। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর টুইট স্পষ্ট করলেন, মনমোহন সিং নয় করিডোরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।