চিনের অস্বস্তি বাড়িয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট’র শপথ অনুষ্ঠানে মোদী
মালে: মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র শপথ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শনিবার এই শপথ অনুষ্ঠান শেষ হবার পর প্রেসিডেন্ট সোলিহ’র সঙ্গে একান্তে সাক্ষাত করেন মোদী।শপথ অনুষ্ঠানে মোদীর উপস্থিত থাকা চিনের প্রভাব বলয় থেকে মালদ্বীপের বেরিয়ে আসার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মালদ্বীপের আগের সরকার আবদুল্লাহ ইয়ামিনের সময়ে চিনের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠায় ভারতের সঙ্গে সম্পর্কে ঘাটতি তৈরি হয় দেশটির। তবে মালদ্বীপের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের পরাজয়ের পর শনিবারের শপথ অনুষ্ঠানে মোদীর উপস্থিতি সেই পরিস্থিতির অবসানের ইঙ্গিত দিচ্ছে।
Congratulations to Mr. @ibusolih on taking oath as the President of the Maldives.
Wishing him the very best for his tenure ahead.
Looking forward to working with him to strengthen bilateral relations between our nations. pic.twitter.com/HryxQQMadt
— Narendra Modi (@narendramodi) 17 November 2018
দিল্লি ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জের ধরে বিগত কয়েক সপ্তাহ ধরে আরেক দক্ষিণাঞ্চলীয় দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কাতেও চলছে রাজনৈতিক সংকট। সোলিহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই মালদ্বীপের হয়ে ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির প্রতিশ্রুতি দিয়েছেন।
ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বলেছেন, আমাদের নিকটতম প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক প্রয়োজন। চিনের কাছ নেওয়া বিপুল ঋণ পরিশোধে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সহায়তা চেয়েছেন সোলিহ।
উল্লেখ্য, গত সাত বছরের মধ্যে মালদ্বীপে এটাই কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধানের সফর। এর আগে ২০১১ সালে মালদ্বীপ গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।