বাংলার মাটি পবিত্র ভূমি, সংস্কৃতির পীঠস্থান, বাংলা দেশকে পথ দেখিয়েছে: মোদী
কলকাতা: দু’দিনের সফরে শনিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সন্ধ্যায় ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজনীতির নাম গন্ধও নেই। প্রধানমন্ত্রীর বক্তৃতার পরতে পরতে থাকল বাংলার জয়গান। বাংলা এবং বাঙালিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে নমো বলেন, বাংলার মাটি পবিত্র ভূমি। বাংলার মাটি দেশকে পথ দেখিয়েছে। সংস্কৃতির পীঠস্থান বাংলা।
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। দেশের ইতিহাসে বাংলার মহান ঐতিহ্যের কথা ফের একবার স্মরণ করিয়ে দেন নরেন্দ্র মোদী।
Glad to be in Kolkata, a dynamic and energetic city. Addressing a programme. https://t.co/Opl7D6i7wm
— Narendra Modi (@narendramodi) January 11, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ২০২২ সালে এক বছর ধরে রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মজয়ন্তী পালন করা হবে। পাশাপাশি, কেন্দ্রের উদ্যোগে যথোচিত মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর পূর্তি উদযাপিত হবে।
প্রধানমন্ত্রী এদিন ঘোষণা দিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রেমে নেতৃত্ব দেওয়া বাংলার বীর যোদ্ধাদের নিয়ে একটি নতুন গ্যালারি হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেই গ্যালারির নাম দেওয়া হবে ‘বিপ্লবী ভারত’।