Monday, June 16, 2025
Latestদেশ

সমুদ্রসৈকতে ৩০ মিনিট ধরে প্লাস্টিক কুড়োলেন মোদী, দেখুন ভিডিও

চেন্নাই: ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অঙ্গ হিসাবে শনিবার সকালে মমল্লপুরমের সমুদ্রসৈকতে আধ ঘণ্টা ধরে প্লাস্টিক-সহ নানা রকমের বর্জ্য সাফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সমুদ্রসৈকত পুরোপুরি পরিষ্কার করে দেন নমো। পরিবেশকে নির্মল রাখার বার্তা দেন দেশবাসীকে। সমুদ্র সৈকতকে প্লাস্টিকমুক্ত রাখার শপথ নিয়েছেন মোদী।

এ দিন তাঁর সমুদ্রসৈকত সাফাইয়ের ভিডিও পরে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি যেখানে উঠেছেন, সেই তাজ ফিশারম্যানস কোভ রিসর্ট অ্যান্ড স্পায়ের কাছে সমুদ্রসৈকতে যত প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছে, ঘুরে ঘুরে সেই সবই কুড়িয়ে ব্যাগভর্তি করছেন তিনি। হোটেলকর্মী জয়রাজের হাতে ব্যাগভর্তি কুড়নো প্লাস্টিক তুলে দেন তিনি।

এর আগেও বারবার সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণেও নমো বলেন, আসুন, আমরা সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন করি। ‘মন কি বাত’ অনুষ্ঠানেও প্লাস্টিক নিয়ে সরব হয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন সমাবেশে প্রধানমন্ত্রী সিঙ্গল ইউজ প্লাস্টিকের অপকারিতার দিকটি তুলে ধরেছেন।