Sunday, March 16, 2025
দেশ

কর্পোরেট কর ছাড় ঐতিহাসিক সিদ্ধান্ত, ফল পাবেন দেশবাসী: মোদী

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কর্পোরেট কর কমানোর ঘোষণাকে ‘ঐতিহাসিক’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পদক্ষেপ ১৩০ কোটি ভারতীয়ের হৃদয় জিতবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণা মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে দুর্দান্ত উদ্দীপনা দেবে বলেও মনে করেন মোদী। প্রধানমন্ত্রী আরও বলেন, এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে কোটি কোটি ভারতীয়দের কাছে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে।

বাজারকে চাঙ্গা করতে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। তার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রকের এই পদক্ষেপের প্রশংসা করে মোদী লেখেন, কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা একটি ঐতিহাসিক। এটা মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও উৎসাহ দেবে। দুনিয়া জুড়েই বেসরকারি পুঁজিকে বিনিয়োগের জন্য আকর্ষণ করবে। বেসরকারি ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। এতে আরও কর্মসংস্থান হবে। ১৩০ কোটি ভারতীয়ই এর সুফল ভোগ করতে পারবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত কয়েক সপ্তাহ ধরেই নানা ঘোষণা প্রমাণ করে দিচ্ছে, আমাদের সরকার দেশে ব্যবসা করার উপযুক্ত পরিবেশ তৈরি, সমাজের সর্বস্তরে সুযোগ পৌঁছে দেওয়া এবং ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনোর দিকে এগিয়ে যাওয়ার জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছে তাঁর সরকার।

শুক্রবার অর্থমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার দেশীয় সংস্থাগুলি এবং নতুন উৎপাদনকারী সংস্থাগুলির কর্পোরেট করের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গোয়ায় এক সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারামন বলেন, কর্পোরেট ক্ষেত্রে করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার পরপরই নতুন গতি আসে শেয়ার বাজারেও। সেনসেক্স ৯০০ পয়েন্ট ছাড়িয়ে যায় এবং নিফটির সূচকও ১০,৯০০ এর উপরে উঠে যায়।