Tuesday, June 24, 2025
Latestদেশ

মোদীর মুকুটে নয়া পালক, ‘গোল্ডেন টুইট’ শিরোপা জিতলেন নমো

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে যোগ হল নয়া পালক। ২০১৯ লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার বিপুল ভোটে জেতার পর ভারতের প্রধানমন্ত্রী হিসাবে একটি টুইট করেন নরেন্দ্র মোদী। সেই টুইটটিই ভারতের তরফে ‘গেল্ডেন টুইট’ তকমা পেল।

প্রসঙ্গত বলে রাখি, কোন টুইটটি সবথেকে বেশিবার রিটুইট ও লাইক হয়েছে, তার ভিত্তিতেই ‘গোল্ডেন টুইট’ ঘোষণা করে টুইটার। ২০১৯ সালে ভারতের ‘গোল্ডেন টুইট’ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই টুইট বার্তাটি। অন্যদিকে, খেলার বিভাগে সবথেকে বেশিবার রিটুইট ও লাইক হয়েছে বিরাট কোহলির একটি টুইট।


টুইটার জানিয়েছে, ২০১৯ সালে ভারতে সবচেয়ে বেশি রিটুইট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই টুইটটি। এট রিটুইট হয়েছে ১,১৭৩০০ বার। লাইক পেয়েছে ৪,২০,৬০০ টি। এই মুহূর্তে মোদীর টুইটারে ফলোয়ারের সংখ্যা ৫১.৮ মিলিয়ন।

এদিকে, হ্যাশট্যাগের নিরিখে প্রথমে রয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচন। তারপরেই রয়েছে চন্দ্রযান-২। রয়েছে ক্রিকেট বিশ্বকাপ, পুলওয়ামা, ৩৭০ ধারা বাতিল, বিজিল, দিওয়ালি, অ্যাভেঞ্জার্স এন্ড গেম এবং অযোধ্যা রায়।