Thursday, September 19, 2024
দেশ

“সিওল শান্তি পুরস্কার” পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: মোদীর মুকুটে নয়া পালক। ২০১৮ সালের সিওল শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উচ্চ আর্থিক বৃদ্ধির জন্য এবং বিশ্বে ‘মোদীনোমিকস’-এর মাধ্যমে তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই পুরস্কার দেওয়া হল মোদীকে। আন্তর্জাতিক সম্পর্কে উন্নতি, বিশ্ব অর্থনীতির উন্নতিতে অবদান, ভারতীয়দের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, দুর্নীতি বিরোধিতার মাধ্যমে গণতন্ত্রের উন্নতি-সহ বিভিন্ন কারণে মোদীকে এই পুরস্কার দেওয়া হল দক্ষিণ কোরিয়ার সিওল থেকে।

বুধবার কোরিয়া প্রেস সেন্টার থেকে শান্তি পুরস্কারে মোদীর নাম ঘোষণা করা হয়। বিশ্বের ১৪তম ব্যক্তি হিসেবে এই পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শান্তি পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন পুরস্কার কমিটির প্রতি ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কমিটির তরফে দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং নোটবাতিলের মাধ্যমে মোদী সরকারকে পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টার তারিফ করা হয়েছে। আঞ্চলিক এবং বিশ্ব শান্তিতে মোদীর পদক্ষেপেরও তারিফ করা হয়েছে পুরস্কার কমিটির তরফে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে থেকে সিওল শান্তি পুরস্কার চালু হয়। বিশ্বে শান্তি স্থাপন, অর্থনৈতিক বৈষম্য দূর, একতার বার্তা বহনকারী বিশিষ্টরা সিওল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই তালিকায় আছেন- রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কফি আন্নান, জার্মানীর চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল, অক্সফ্যাম, ডক্টরস উইদাউট বর্ডার্স সহ অন্যান্য বিশিষ্টরা। এবার সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।