Monday, June 16, 2025
Latestদেশ

দ্বিতীয় দফায় ৫৫ মিনিট বৈঠক করলেন মোদী-জিনপিং

চেন্নাই: দ্বিতীয় দফায় ঘরোয়া বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেডিডেন্ট শি জিনপিং। শনিবার দুই রাষ্ট্রনেতা তামিলনাড়ুর মহাবলীপুরমের তাজ ফিশারম্যানের কোভ রিসর্ট এবং স্পায় একসঙ্গে বৈঠক করেন। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রায় ৫৫ মিনিটের বৈঠকে দুই রাষ্ট্রনেতার আলোচনায় ওঠে এসেছে মৌলবাদ, সন্ত্রাসবাদ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য এবং নতুন বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়।

দ্বিতীয় দফার বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্ন ভোজ সেরে নেপালের বিমান ধরবেন চিনা প্রেসিডেন্ট। গতকাল প্রায় পাঁচ ঘণ্টা ধরে খোলামেলা, বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মহাবলীপুরমে জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠক প্রসঙ্গে মন্তব্য ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে।


বিজয় গোখলে জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের ঘাটতি, নতুন বিনিয়োগের ক্ষেত্র নিয়ে দুই রাষ্ট্রনেতার কথা হয়েছে। দু’দেশই মৌলবাদ এবং সন্ত্রাসবাদের শিকার। বৈঠকে উভয় রাষ্ট্রনেতা সম্মত হয়েছেন, কট্টরপন্থা ও সন্ত্রাসবাদকে সাধারণ চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার। দু’দেশের বহুস্তরীয় সংস্কৃতি ও সমাজকে নষ্ট না করতে পারে, সেজন্য একজোট হয়ে কাজ করার।