মোদীর জন্মদিন উপলক্ষে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন স্ত্রী যশোদাবেন
আসানসোল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন মঙ্গলবার। আর তার ঠিক একদিন আগে সোমবার আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে রাজ্যে এসেছিলেন মোদীর স্ত্রী যশোদাবেন মোদী। তবে এই খবর জানতেন না কেউই। যশোদাবেনের রাজ্যে আসার কথা জানতেন না বিজেপির কেউই। নিশ্চিদ্র নিরাপত্তায় অত্যন্ত গোপনে কল্যাণেশ্বরী মন্দিরে মোদী ও নিজের নামে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন যশোদাবেনের ভাই ও ভাইয়ের স্ত্রী। এ ছাড়াও ছিলেন যশোদাবেনের সর্বক্ষণের সঙ্গী এক মহিলা, নিরাপত্তার দায়িত্বে থাকা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও ঝাড়খণ্ড পুলিশের অফিসাররা এবং তিন জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।
সোমবার ঝাড়খণ্ডের ধানবাদে একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে এসে এক ফাঁকে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন যশোদাবেন। সোমবার বেলা পৌনে একটা নাগাদ কল্যাণেশ্বরী মন্দিরে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী। মন্দিরে ঢোকার মুখে দোকান থেকে ২০১ টাকার ডালা নেন। মা কল্যাণেশ্বরী মন্দির এবং শিব মন্দিরে পুজো দেন তিনি।
শুভঙ্কর দেওঘরিয়া ও বিল্টু মুখোপাধ্যায় নামে দুই সেবায়েতের কাছে মা কল্যাণেশ্বরীর পুজো দেন তিনি। দক্ষিণা হিসেবে ১০১ টাকা দেন দুই সেবায়েতকে। এর পর শিব মন্দিরে গিয়ে জলও ঢালেন তিনি। পুজো দিয়েই ধানবাদের উদ্দেশ্যে রওনা দেন যশোদাবেন। ঠিক ২৭ মিনিট মন্দিরে ছিলেন যশোদাবেন।