A-SAT ঘোষণায় আচরণবিধি লঙ্ঘন করেননি মোদী, ক্লিনচিট কমিশনের
নয়াদিল্লি: গত বুধবার দুপুরে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র A-SAT-এর সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেনি। আজ একথা জানাল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধির পার্ট সাতের প্যারা ৪-এ গণমাধ্যমের অপব্যবহারের ক্ষেত্রে যে নীতি বলা হয়েছে, তা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। বিশেষ কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে।
বুধবার দুপুরে মিশন শক্তির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরে তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব হয় বিরোধীরা। তাঁদের অভিযোগ, ভোট টানতে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে রাজনীতিকরণ করছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে তৃণমূল-সহ একাধিক বিরোধী দলের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়।
তবে কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোলা বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী সরকারি গণমাধ্যমের অপব্যবহার করেননি সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন।