Thursday, September 19, 2024
দেশ

এবারও সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী

ইটানগর: অন্যান্যবারের মতো এ বছরও সীমান্তে ভারতীয় সেনা বাহিনীর সঙ্গেই দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর চিন সীমান্তের কাছে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলির উৎসব উদযাপন করবেন প্রধানমন্ত্রী। জওয়ানদের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারমন।

উত্তরাখণ্ডের হারসিলে সেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন নরেন্দ্র মোদী। গতবছর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গুরেজ সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, জওয়ানদের নিজের পরিবারের সদস্য মনে করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতি বছর দীপাবলি সীমান্তে সেনাদের সঙ্গে কাটান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বছরে তিনি গিয়েছিলেন বন্যা বিধ্বস্ত জম্মু-কাশ্মীরের সিয়াচেনে। পরের বছর দীপাবলি কাটান অমৃসরের সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সঙ্গে। ২০১৬ সালে মোদী গিয়েছিলেন হিমাচল প্রদেশের প্রত্যন্ত এলাকায় চিন-ভারত সীমান্তে। গতবছর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গুরেজ সেক্টরে যান তিনি।