Friday, March 21, 2025
Latestদেশ

মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আজ মহালয়া। এই দিনেই বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে চণ্ডিপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের। ক্ষণ গণনাও শুরু হয় দুর্গাপূজার। এদিন ভোরে মন্দিরে মন্দিরে চণ্ডিপাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে আমন্ত্রণ জানানো হয়। গঙ্গায় পূর্বপুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করে তর্পণ করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মহালয়া উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, শুভ মহালয়া! সবার জীবন আনন্দে ভরে উঠুক। সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকুক।


৭ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। ভারতের ফেরার আগে আমেরিকাবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে লিখলেন, আমেরিকাবাসীর অভ্যর্থনা ও আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি।

মহালয়ার সাত দিন পর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফল শস্যবৃদ্ধি। অর্থাৎ এবার দুর্গা দেবীর আগমনে পৃথিবী শস্য ও ফসলে ভরে যাবে।