Friday, June 20, 2025
Latestদেশ

শনিবার সন্ধ্যায় বেলুড় মঠে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা: ১১ জানুয়ারি দু’দিনের কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, শনিবার সন্ধ্যায় বেলুড় মঠে যাবেন নমো। বেলুড় মঠে এক ঘণ্টা থাকার কথা তাঁর। প্রধানমন্ত্রীর কলকাতা সফর সূচিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৫৯ মিনিট পর্যন্ত বেলুড়ে থাকবেন নমো।

জানা যাচ্ছে, বেলুড় মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। শান্তির খোঁজে মঠে ধ্যানেও মগ্ন হবেন প্রধানমন্ত্রী।সফরসূচি অনুযায়ী, শনিবার বেলুড় মঠে রওনা হওয়ার আগে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া সেতুর লাইট অ্যান্ড সাউন্ড বা আলোকধ্বনি প্রকল্পের সূচনা করবেন মোদী। সেখান থেকেই সড়কপথে বেলুড় মঠে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বেলুড় মঠে আগমণ উপলক্ষে প্রস্তুতি এখন তুঙ্গে। যেহেতু প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন তাই প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ পিকেটিং করা হচ্ছে।

শনিবার কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের একটি পেন্টিং মিউজিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন মিলেনিয়াম পার্কে। এরপর হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ বা আলোকধ্বনি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপরেই বেলুড় মঠ যাবেন প্রধানমন্ত্রী। রাজভবনে রাত কাটাবেন তিনি। পরের দিন, রবিবার, ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে কলকাতা বন্দরের দেড়শো বছরের পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনে করবেন নমো। সেখান থেকেই দিল্লি উড়ে যাবেন তিনি।