Saturday, June 21, 2025
Latestদেশ

রাম বা রহিম নন, অযোধ্যা মামলার রায়ে জয় হয়েছে রাষ্ট্রভক্তির: মোদী

নয়াদিল্লি: বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে দিল বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রায়দানের ফলে বহু বছর চলে আসা আইনি লড়াইয়ের সমাধান হল বলে টুইট করেছেন নমো।

টুইটে মোদী লিখেছেন, আদালতের এই সিদ্ধান্ত বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা আরও দৃঢ় করবে। আমাদের দেশের ভ্রাতৃত্বের চেতনার কথা মাথায় রেখে আমাদের ১৩০ কোটি ভারতীয়কে শান্তি ও সংযমের পরিচয় দিতে হবে।

প্রধানমন্ত্রী টুইটে বলেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় রায় প্রকাশ করেছে এই রায় কারও জয় বা কারও পরাজয় হিসেবে দেখা উচিৎ নয়। রাম ভক্তি বা রহিম ভক্তি নয়, এই মামলার রায়ে জয় হয়েছে রাষ্ট্রভক্তির। শান্তি ও সম্প্রতি বজায় রাখুন।


শনিবার সকাল সাড়ে ১০টায় অযোধ্যা মামলা রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। রায়দান করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।