Man vs Wild: ‘বিপদেও মাথা ঠাণ্ডা প্রধানমন্ত্রীর’, মোদীর প্রশংসায় পঞ্চমুখ বেয়ার গ্রিলস
ওয়ালশ: ‘যতই বিপদ আসুক। সমস্যার মোকাবিলা করতে গিয়ে যেকোনও পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই নমোর প্রশংসায় পঞ্চমুখ বেয়ার গ্রিলস। তাঁর স্পেশ্যাল এপিসোডে মোদীকে নিয়ে বলার সময় একথাই জানান তিনি।
বেয়ার গ্রিলস বলেন, উত্তরাখণ্ডের ন্যাশনাল জিম করবেট পার্ক জার্নিতে মোদীকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর। তখনই তিনি দেখেছেন, বিপদে মোদী কীভাবে মাথা ঠাণ্ডা রাখতে পারেন। তিনি নমোকে ‘বিশ্বনেতা’ বলেও সম্বোধন করেন।
গ্রিলস আরো বলেন, মঞ্চে অনেক নেতাই স্যুট-বুটে স্মার্ট দেখান। কিন্তু জঙ্গলের জীবন সম্পূর্ণ ভিন্ন। সেখানে যে সাহসের সঙ্গে সঠিক পদক্ষেপ নিতে পারেন তিনিই প্রকৃত নেতা। মোদীজি সেটা পেরেছেন। তাঁর দাবি, পুরো জার্নিতেই মোদী নাকি খুব শান্তভাবে, ধৈর্য ধরে সঙ্গ দিয়েছেন গ্রিলসকে।
গ্রিলস বলেন, করবেট উদ্যানে থাকার সময় পথে ছিলো বিশাল বিশাল পাথর। আমরা মুষলধারে বৃ্ষ্টিপাতের মুখোমুখিও হয়েছিলাম। কিন্তু তার মধ্যেও প্রধানমন্ত্রী স্থির ছিলেন। প্রসঙ্গত, গ্রিলস এবং প্রধানমন্ত্রী মোদি উত্তরাখণ্ডের রেইন ফরেস্টে ডিসকভারি শোয়ের জন্য এই অভিযানে অংশ নিয়েছিলেন।
People across 180 countries will get to see the unknown side of PM @narendramodi as he ventures into Indian wilderness to create awareness about animal conservation & environmental change. Catch Man Vs Wild with PM Modi @DiscoveryIN on August 12 @ 9 pm. #PMModionDiscovery pic.twitter.com/MW2E6aMleE
— Bear Grylls (@BearGrylls) July 29, 2019
এই অভিযানে গিয়ে গ্রিলসের যেটা সব থেকে ভালো লেগেছে তা হল, এত বিপদসঙ্কুল পরিবেশে থেকেও মুখের হাসি ম্লান হয়নি প্রধানমন্ত্রীর। একই সঙ্গে তিনি ধৈর্য ধরে, বিনীত ভাবে সঞ্চালকের সঙ্গে অভিযান শেষ করেছেন।
Bear Grylls in Wales(UK): Our team who was filming( Man vs Wild) was really on the edge, but the PM(Modi) was just very calm and I saw that throughout our journey. Whatever we were doing, he was very calm. That was cool to see…What shone bright for me was his humility pic.twitter.com/Fhf0ABEGQg
— ANI (@ANI) August 10, 2019
গ্রিলস আরো বলেন, একটি নদীর কাছে পৌঁছোনোর পর আমি গাছ দিয়ে একটি ডিঙা বানাই নদী পারাপারের জন্য। কিন্তু সেই ডিঙা দেখে আপত্তি জানান মোদীর দেহরক্ষীরা। তাঁদের কথা, এই ডিঙায় মোদীকে ওঠার অনুমতি তাঁরা দিতে পারেন না। কারণ, এতে প্রধানমন্ত্রীর প্রাণসংশয় হতে পারে। মোদী কিন্তু সেই নিষেধ অগ্রাহ্য করে ডিঙিতে ওঠেন। বৃষ্টিতে ভিজেওছেন অনেকবার। তবু তাঁর মুখের হাসি মোছেনি।
গ্রিলস আরো বলেন, প্রধানমন্ত্রী একবারও তাঁর ওপর থেকে আস্থা হারাননি। এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে তিনি সহযোগিতা করেছেন সব দিক থেকে। যদিও তাঁর নিরাপত্তা রক্ষীরা প্রতি পদে অনুসরণ করেছেন। মোদী কিন্তু নিজের মতো করে সঞ্চালকের সঙ্গে দুর্গম পথ হেঁটেছেন। কোনও দেশের প্রধানমন্ত্রীর এই ঔদার্য সত্যিই বিরল।