‘বন্ধু’ মোদীর সঙ্গে জাহাজ সফরে পুতিন, দেখুন ভিডিও
ভ্লাদিভসটক: দুই দিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকালে ভ্লাদিভসটক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেন। এই সফরে মোদী ‘ইস্টার্ন ইকনোমিক ফোরাম’- এ যোগ দেবেন। এদিন সকালে বিমানবন্দরে গার্ড অফ অনার দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।
রাশিয়া পৌঁছেই রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন Zvezda শিপবিল্ডিং কমপ্লেক্সের উদ্দেশে। শিপইয়ার্ডের কর্তৃপক্ষ এবং কর্মীদের সঙ্গে কথা বলেন নমো।
দেখুন সেই ভিডিও-
PM Modi being accompanied by President Putin on his way to the Zvezda shipyard. Lovely gesture #ModiInRussia pic.twitter.com/YIyyUJG79U
— Manak Gupta (@manakgupta) September 4, 2019
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পূর্ব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বিনিয়োগ এবং বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার দিকেও মনোযোগ দেবেন মোদী। ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী।