নেতাজির জন্মবার্ষিকীতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী
কলকাতা: বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। চলছে দলবদলের হিড়িক। সেই সাথে চলছে কথাই লড়াই। কেউ কাউকে এক ইঞ্চিও ছাড় দিতে নারাজ। বাংলা দিজয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে গেরুয়া শিবির। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু অমিত শাহ, জেপি নাড্ডা (JP Nadda) ঘনঘন বাংলায় আসছেন।
এবার জানা গেল, আগামী ২৩ জানুয়ারি নেতাজির (Subhas Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকীতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী (PM Modi)। সোমবারই কেন্দ্র নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চেয়ারম্যান করে একটি কমিটি গড়েছে। তার আগে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ।
অমিত শাহ এই সফরে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি, হাওড়ায় একটি জনসভাও করবেন বলে জানা গিয়েছে। এই সভায় এক বিরাট যোগদান হবে বলে দাবি বিজেপির।
এদিকে, গত ১২ জানুয়ারি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বেলুড় মঠে রাত কাটান। সেখানে বিবেকানন্দের জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আগামী ২৩ জানুয়ারি রাজ্যে এসে নেতাজির প্রতি শ্রদ্ধার্পণ করতে পারেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে খবর, মোদী তাঁর এই সফরে এলগিন রোডে নেতাজির বাড়িতেও যেতে পারেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা ভোটের আগে কোনও দিক থেকে চেষ্টার কমতি রাখতে চাইছে না বিজেপি। তাইতো বাঙালির আবেগ নেতাজি এবং বিবেকানন্দের জন্মবার্ষিকীকে বেছে নিতে চাইছে বিজেপি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

