Saturday, June 21, 2025
Latestদেশ

অন্তঃসত্ত্বাকে কাঁধে চাপিয়ে ৪ ঘণ্টা বরফের রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছে দিল জওয়ানরা, স্যালুট প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সেনা দিবসে একটি মানবিক ভিডিও পোস্ট করে ভারতীয় সেনাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরে প্রবল তুষারপাত হচ্ছে। পা ডুবে যাচ্ছে বরফে। এরকম পরিস্থিতির মধ্যে প্রসব যন্ত্রণা অনুভব করেন শমিমা। তাঁকে কাঁধে চাপিয়ে তীব্র তুষারপাত উপেক্ষা করে এগিয়ে চলেছেন জওয়ানরা। প্রসব যন্ত্রণায় ছটফট করছেন মহিলা। প্রায় ৪ ঘণ্টার পথ পাড়ি দিয়ে ওই অন্তঃসত্ত্বাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিলেন জওয়ানরা। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ওই যুবতী।

সেনা সূত্রে খবর, হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করলে ওই অন্তঃসত্ত্বাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় সেনা। প্রায় ১০০ জন জওয়ান, ৩০ জন সাধারণ নাগরিক ৪ ঘণ্টার চেষ্টায় প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর তুষার ঝড় ও বরফের ওপর দিয়ে ৪ ঘণ্টার চেষ্টায় শমিমাকে হাসপাতালে নিয়ে যান তাঁরা।


জানা গিয়েছে, হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। এই ঘটনায় সেনাকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেনা দিবসে এই ভিডিওটি পোস্ট করে মোদী লিখেছেন, ভারতীয় সেনা তাঁদের কাজের প্রতি ভীষণভাবে দায়বদ্ধ। যে কোনও পরিস্থিতিতে দেশের সেবায় নিয়োজিত তাঁরা। ভারতীয় সেনার জন্য গর্বিত। শমিমা ও তার সন্তানের সুস্থতা কামনা করি।