১৮০ দিন পার দ্বিতীয় মোদী সরকারের, একনজরে দেখুন সাফল্য ও ব্যর্থতার খতিয়ান
নয়াদিল্লি: শনিবার ১৮০ দিনে পা দিল দ্বিতীয় মোদী সরকার। কি হল এই ১৮০ দিনে? প্রতিশ্রুতি পূরণের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, সংসদে যা কাজ হয়েছে, তা গত ৬০ বছরে হয়নি। বিপুল ভোটে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরে বিজেপি। তবে ১৮০ দিন পূরণ করার পথে কি পেল মানুষ?
দেশের অর্থনৈতিক বৃদ্ধির (জিডিপি) হার ক্রমেই নিম্নমুখী হচ্ছে, তখন তাঁর সরকারের ১৮০ দিন পূর্ণ করা নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী। টুইটে নমো হ্যাসট্যাগ দিয়েছেন #সিক্সমান্থসঅফইন্ডিয়াফার্স্ট। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর কথাও উল্লেখ করে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ১৩০ কোটি ভারতবাসীর উন্নতিই তাঁর লক্ষ্য। আরও প্রগতিশীল ও উন্নত ভারত তৈরি হবে।
Inspired by the motto of ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas’ and with the blessings of 130 crore Indians, the NDA Government has continued working towards developing India and empowering the lives of 130 crore Indians with renewed vigour. #6MonthsOfIndiaFirst
— Narendra Modi (@narendramodi) November 30, 2019
দ্বিতীয় দফায় মোদী সরকারের সবচেয়ে সাহসী পদক্ষেপ হল কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা। এছাড়া, তিন তালাক আইন, জল সংরক্ষণ নীতি, পরিকাঠামোয় ১০০ লাখ কোটি। সংসদে শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধন বিল আনতে চলেছে মোদী সরকার।
তবে সরকারের সামনে এখন বড় সমস্যা হল তলানিতে দেশের আর্থিক বৃদ্ধি। এয়ার ইন্ডিয়ার এখনই বেসরকারিকরণ না হলে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এসব ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সবর বিরোধীরা।