রামকৃষ্ণ মিশন আমার কাছে সব সময়ই স্পেশাল: মোদী
কলকাতা: বরাবরই রামকৃষ্ণ মিশনে সময় কাটাতে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছেলেবেলা থেকেই নিয়মিত রাজকোটের রামকৃষ্ণ মিশনে যেতেন তিনি। সন্ন্যাস হবেন বলে মনস্থির করে ফেলেন। যদিও রাজকোটে রামকৃষ্ণ মিশনের তৎকালীন সচিব স্বামী আত্মস্থানন্দ পরামর্শ দেন, মোদীর জন্য সন্ন্যাস জীবন নয়। বরং জনগণের মধ্যে থেকেই মোদীর কাজ করা উচিত। স্বামী আত্মস্থানন্দের পরামর্শ মতো সন্ন্যাস গ্রহণ করেননি মোদী।
দু’দিনের কলকাতা সফরে এসে বেলুড় মঠে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেখা হবে না স্বামী আত্মস্থানন্দের সঙ্গে। সেজন্য রামকৃষ্ণ মিশনের মতো ‘বিশেষ’ স্থানে কিছু একটা যেন ফাঁকা ফাঁকা লাগবে বলে জানালেন নমো। শনিবার সকালে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, আজ ও আগামীকালের পশ্চিমবঙ্গ সফর ঘিরে আমি উত্তেজিত। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে কিছুটা সময় রামকৃষ্ণ মিশনে কাটাতে পারব ভেবেই ভালো লাগছে। আমার কাছে ওই স্থানের একটা আলাদা মাহাত্ম্য আছে।
Yet, there will be a void too! The person who taught me the noble principle of ‘Jan Seva Hi Prabhu Seva’, the venerable Swami Atmasthananda Ji will not be there. It is unimaginable to be at the Ramakrishna Mission and not have his august presence!
— Narendra Modi (@narendramodi) January 11, 2020
টুইটারে মোদী লেখেন, তবে স্বামী আত্মস্থানন্দের মৃত্যুতে শূন্যস্থান তৈরি হয়েছে। জীব সেবা সেবাই হল ঈশ্বর সেবা-র মন্ত্রে যে স্বামী আত্মস্থানন্দজি আমায় দীক্ষিত করেছিলেন তিনিই আজ ইহজগতে নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর সান্নিধ্য না পাওয়া অকল্পনীয়।
দু’দিনের কলকাতা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি, বেশ কয়েকটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। শনিবার সন্ধ্যায় জলপথে কলকাতা থেকে বেলুড় মঠে যাবেন প্রধানমন্ত্রী।