১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইন বিক্ষোভের আবহে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ১২ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নমো। এই অনুষ্ঠান ছাড়াও মোদীকে দিয়ে একটি জনসভার আয়োজনের চেষ্টাও করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, নয়া নাগরিকত্ব আইনের করানোর জন্য জনসভায় মোদীজিকে সংবর্ধনা জানাতে চায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর দফতরের সাথে যোগাযোগ করেছে যাতে ১২ তারিখই সেই জনসভার আয়োজন করা যায়।
তবে প্রধানমন্ত্রীর এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হবে কিনা, তা নিয়ে এখনও কোনও খবর নেই। সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করায় কয়েক দিন আগেই দিল্লির রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
মমতাকে তীব্র কটাক্ষ করে মোদী বলেন, দিদি আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনিই তো সংসদে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরব হয়েছিলেন কিছু বছর আগে। হঠাত্ পাল্টে গেলেন কেন?