রাতে বেলুড় মঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের আবহেই আজ কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর নেমে রাজভবনে পৌঁছলেন মোদী। জানা গেছে, বেলুড় মঠেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী। বেলুড়ে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বেলুড় মঠের অতিথি নিবাসে থাকার ব্যবস্থা হয়েছে, প্রধানমন্ত্রীর নৈশভোজের তোড়জোড় শুরু হয়েছে।
রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বেলুড় মঠে ধ্যানেও বসবেন প্রধানমন্ত্রী। দমদম বিমানবন্দরে অবতরণ করে চপারে রেসকোর্সে যান মোদী। এরপর রাজভবনে যান প্রধানমন্ত্রী, এরপর বিকাল ৫.৪৫ মিনিটে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে অনুষ্ঠান।
সন্ধ্যা ৭টায় মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন করবেন মোদী। তারপর জলপথে প্রধানমন্ত্রী যাবেন বেলুড় মঠ, বেলুড় মঠেই রাত্রিবাস করবেন মোদী। জলপথেও প্রধানমন্ত্রীর জন্য থাকছে আটোসাঁটো নিরাপত্তা।
রবিবার সকাল ১১ টায় নেতাজি ইন্ডোরে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে রবিবার ১২ টা ৪৫ মিনিট নাগাদ বিমানে দিল্লি রওনা দেবেন।