Sunday, June 22, 2025
Latestদেশ

প্রজাতন্ত্র দিবসেই বছরের প্রথম ‘মন কি বাত’

নয়াদিল্লি: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বছরের প্রথম ‘মন কি বাত’-এর অনুষ্ঠানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে ‘মন কি বাত’ অনুষ্ঠান পা দেবে ৬১ তম পর্বে। সকাল ১১টায় অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শন নেটওয়ার্কে সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।

প্রজাতন্ত্র দিবসে ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিষয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। আমজনতাকে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের বিষয়ে সাধারণ মানুষকে নিজেদের মতামত জানানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী।


৬০তম ‘মন কি বাত’-এ দেশের যুব সম্প্রদায়ের প্রতি বার্তা দিয়েছিলেন মোদী। যুব সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেছিলেন, দেশের যুবদের প্রতি অগাধ আস্থা আছে। এখনকার যুব সম্প্রদায় একেবারেই অন্যরকম। তাঁরা শতাব্দীর ভাবনা ভাবেন। তাঁরা সোশ্যাল মিডিয়ার প্রতি অনুরক্ত।

প্রধানমন্ত্রী বলেছিলেন, এখনকার যুব সম্প্রদায় অত্যাধুনিক ‘জেড’ প্রজন্ম। আগামী দশকে এই যুব সম্প্রদায়ই দেশের চালিকাশক্তি হয়ে উঠবে। এখনকার যুব সম্প্রদায় নিয়ম, শৃঙ্খলায় বিশ্বাসী। হাজারো বিষয় সম্পর্কে তাঁরা খোঁজখবর রাখেন। তাঁদের উপর নিজস্ব মতামতও রয়েছে তাঁদের। এটা একটা বিরাট ব্যাপার। এই যুব সম্প্রদায় স্বজনপোষণ, সরকারের স্থায়িত্বের অনিশ্চয়তা, বিশৃঙ্খলা পছন্দ করে না।