Monday, March 24, 2025
দেশ

সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: ভুটানের পর সংযুক্ত আরব আমিরশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ দফতর থেকে জানানো হয়েছে, আগামী ২৩ ও ২৪ আগস্ট আরব আমিরশাহী যাবেন প্রধানমন্ত্রী। আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ দেওয়া হবে মোদীকে। আমিরশাহী সফরের পর প্রধানমন্ত্রী যাবেন বাহরিন। সেখানে থাকবেন ২৫ ও ২৬ অগাস্ট। বাহরিনের শ্রীনাথজীর মন্দিরের সংস্কারের কাজের উদ্বোধন করবেন তিনি।

চলতি বছরের এপ্রিলে আমিরশাহীর যুবরাজ ঘোষণা করেন, তাঁর ‘প্রিয় বন্ধু’ মোদীকে এই সম্মান দেওয়া হবে। আবুধাবির যুবরাজ টুইট করে বলেন, ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। আমার প্রিয় বন্ধু মোদী সেই যোগাযোগ দৃঢ়তর করে তুলেছেন। এই অবদানের স্বীকৃতি হিসাবে আমিরশাহীরর প্রেসিডেন্ট তাঁকে জায়েদ পদক প্রদান করবেন।

সংযুক্ত আরব আমিরশাহির জনক বলা হয় শেখ জায়েদ বিন সুলতান আল নাহহিয়ান-কে। তাঁর নামেই সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়। এই বছর আবার শেখ জায়েদের শততম জন্মবার্ষিকি। আর এই বিশেষ বছরেই এই সম্মান দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

প্রসঙ্গত, এর আগে এই সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ইরিট্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়েরকি, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।