কর্তারপুর করিডর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গুরদাসপুর: শনিবার কর্তারপুর করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে সুলতানপুর লোধীতে বার সাহিব গুরুদ্বারে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। ৫৫০ জন শিখ তীর্থযাত্রী কর্তারপুর যাবেন সেই দলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিক সানি দেওল, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী এবং হরসিমরত কৌর বাদল।
পাকিস্তানের দিক থেকেও এই করিডোরের উদ্বোধন করবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের দিকে কর্তারপুর করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বের সাহিব গুরুদ্বারে প্রার্থনা করেন নমো। বেশ কিছুক্ষণ সেখানে কাটান প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০তম জন্মজয়ন্তী।
কর্তারপুর করিডর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইমরান খানকে অনেক ধন্যবাদ। পাঞ্জাব প্রদেশের কর্তারপুর করিডর আস্থা–ধর্মবিশ্বাসের স্থান। আস্থা–ধর্মবিশ্বাস নিয়ে রাজনীতি করা মোটেও উচিৎ নয়। গুরু নানকের দর্শনের কথা মাথায় রেখেই পাঞ্জাব প্রদেশকে আরও উন্নত করে তোলা হবে। অমৃতসরে তৈরি করা হবে বিশ্ববিদ্যালয়।
The world bows to Shri Guru Nanak Dev Ji. Watch from Dera Baba Nanak. https://t.co/UHKFTNDWyq
— Narendra Modi (@narendramodi) November 9, 2019
সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ করিডর পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক ও কর্তারপুরের দরবার সাহিবকে যুক্ত করেছে। কর্তারপুর শহর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়াল জেলায় অবস্থিত। এটি সীমান্ত থেকে মাত্র ৪ কিমি দূরে। কথিত যে, এখানেই জীবনের শেষ ১৮ বছর কাটান শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক।