Thursday, September 19, 2024
দেশ

১৫ ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী

নয়াদিল্লি: ট্রেন-১৮ আর নয়। পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন-১৮র নাম পরিবর্তন করে রাখা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ১৫ ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু হবে। এদিন রাজধানী দিল্লি থেকে এই ট্রেনটির সূচনা হবে। সকাল দশটায় ট্রেনটির উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লি থেকে বারাণসী পর্যন্ত দুর্বার গতিতে ছুটবে এই ট্রেন ৷ শতাব্দীর উত্তরসূরি হিসেবে নিয়ে আসা হয়েছে ট্রেনটিকে। এই এক্সপ্রেস ভারতের দ্রুতগামী ট্রেন হতে চলেছে। যা ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে যাবে। ১৮ মাস ধরে ট্রেনটি তৈরি করতে খরচ হয়েছে মোট ১০০ কোটি টাকা ৷

শুধুমাত্র দেশের দ্রুততম ট্রেনই নয়, এটি দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনও বটে ৷ এই ট্রেনের ‘executive class’-র টিকিট মূল্য ৩০০০ টাকা ৷ অন্যদিকে, ‘চেয়ার কার’-র মূল্য ১৮০০ টাকা। ভারতের প্রযুক্তিবিদরাই এই ট্রেন তৈরি করেছেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল আশাবাদী ভারতীয় রেল তাদের অপারেটিং রেশিও উন্নত করবে ভবিষ্যত সময়ে।