Tuesday, March 25, 2025
দেশ

৬৯ বছরে পা দিলেন মোদী, মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে দিন শুরু করলেন নমো

গান্ধীনগর: ৬৯ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল ৬ টায় মা হীরাবেনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ নিয়ে জন্মদিনের দিনটি শুরু করেন মোদী। গুজরাটের গান্ধীনগরে বাস করেন তাঁর মা। গান্ধী নগর রাজভবনে রাত অতিবাহিত করার পর, মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ বাসভবনে গিয়ে মায়ের সাথে দেখা করেন তিনি। হীরাবেনের বয়স বর্তমানে ৯৮ বছর, তিনি তাঁর ছোট ছেলে পঙ্কজ মোদীর সাথে থাকেন।

নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ তৈরি হচ্ছে, সেটিই সরেজমিনে পরিদর্শন করার পর মায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিতে যান তিনি। গত বছর ৩১ অক্টোবর সর্দার প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ‘স্ট্যাচু অফ ইউনিটি’র উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী। স্ট্যাচু অফ ইউনিটিও পরিদর্শনে যান তিনি।

সর্দার সরোবরের কাজ নিজে চোখে পর্যবেক্ষণের পর মা নর্মদা পুজো সারেন প্রধানমন্ত্রী। গারুদেশ্বর গ্রামে দুত্তাত্রেয় মন্দিরে পুজো শেষ চিলড্রেন পার্কে যাবেন তিনি, সেখান থেকে আমেদাবাদ থেকে ২০০ কিমি. দূরে অবস্থিত কেভাডিয়াতে যাবেন জন সাধারনের উদ্দেশে বক্তব্য রাখতে।

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে কেবাডিয়াতে ‘নমামি দেবী নর্মদা মহোৎসব’-এর আয়োজন করা হয়েছে। সেখানকার মহিলারাও যোগ দেবেন এই উৎসবে। এই উৎসবে, নর্মদা, ভরুচ এবং ছোট উদয়পুর জেলার প্রায় ১০ হাজার লোক যোগ দেবে বলে আশা করা হচ্ছে।