Sunday, June 22, 2025
Latestদেশ

দেশের স্বার্থের উর্ধ্বে আর কিছুই হতে পারে না: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অযোধ্যা মামলায় রায়ে দেশের মানুষ যেভাবে তাঁদের পরিণতা মনস্কতা ও ধৈর্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রসংশনীয়। গোটা পৃথিবীকে ভারতের মানুষ যে বার্তা দিতে পেরেছেন, তা হলো দেশের স্বার্থের উর্ধ্বে আর কিছুই হতে পারে না।

উল্লেখ্য, অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দুরা রাম মন্দির তৈরি করতে পারবে। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এছাড়া, সর্বোচ্চ আদালত মন্দির নির্মাণ করতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে। তবে স্পর্শকাতর বিষয় বলে অযোধ্যা রায়ের পর তেমন বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ‘মন কি বাতে’ মনের কথা খুলে বললেন তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখে সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়দান করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, বিতর্কিত ২.৭৭ একর জমি পাবে ‘রাম জন্মভূমি ন্যাস’। এই জমিতে রাম মন্দির তৈরিতে কোনও বাধা নেই। কেন্দ্রকে তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে হবে। সেই ট্রাস্টের তত্ত্বাবধানেই রাম মন্দির তৈরি হবে।