Sunday, March 16, 2025
দেশ

ট্রাম্পকে ফোন করলেন মোদী, আধ ঘণ্টা ধরে আলোচনা

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে আধ ঘণ্টা ধরে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ ধারা বাতিল ইস্যুতে দু’দিন আগে ট্রাম্পকে কল করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।তারপরেই মোদীর এই দীর্ঘক্ষণের ফোনে কথাবার্তা, বেশ তাত্‍পর্যপূর্ণ।

সূত্রের খবর, ৩৭০ ধারা বাতিলের পর উদ্ভূত পরিস্থিতি এবং বিষয়টি নিয়ে পাকিস্তানের ভূমিকার বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মোদী। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ট্রাম্পের সঙ্গে এটিই মোদীর প্রথম ফোনালাপ।

৩০ মিনিটের ওই ফোনালাপে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীর ইস্যুর পাশাপাশি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর।

ইমরান খানের নাম না-করে মোদী ট্রাম্পকে বলেছেন, কিছু রাষ্ট্রনেতা পরিকল্পিত ভাবে ভারত-বিরোধী হিংসায় উস্কানি দিচ্ছেন। শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে সন্ত্রাসমুক্ত ও হিংসামুক্ত পরিবেশ গড়া ও সীমান্ত সন্ত্রাস বন্ধে আপোষহীনতার কথা বলেছেন মোদী।

গত শুক্রবার কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) বৈঠকে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।