তির ছুড়ে দশেরায় রাবণ দহন করলেন মোদী, দেখুন ভিডিও
নয়াদিল্লি: অশুভ শক্তির বিনাশ করে হয় শুভ শক্তির সূচনা। আজ রাবণ দহনের মাধ্যমে দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা উৎসব। রাবণ-বধের মাধ্যমে পালিত দশেরা উৎসব দশেরা শব্দটি এসেছে সংস্কৃত ‘দশ-হরা’ থেকে। যার অর্থ, অশুভ শক্তির হাত থেকে মুক্তি।
প্রতি বছরের মতো এবছরও অশুভ শক্তির প্রতীক রাবণ দহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পালিত হল উৎসব। তির ছুড়ে দশেরায় রাবণ জ্বালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেখুন ভিডিও-
#WATCH Prime Minister Narendra Modi shoots from a bow at #Dussehra celebrations in Dwarka,Delhi. pic.twitter.com/xjLPnAeacT
— ANI (@ANI) October 8, 2019
এদিন সকালে দেশবাসীকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দশেরা উৎসবের একটি ভিডিও পোস্ট করে নমো লেখেন, বিজয়া দশমীর শুভেচ্ছা।