Friday, March 21, 2025
Latestদেশ

এলপিজি, বন্দর, শিক্ষা, নিরাপত্তা-সহ ৭টি দ্বিপাক্ষিক চুক্তি সই করলেন মোদী ও হাসিনা

নয়াদিল্লি: শনিবার তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনটি প্রকল্পের উদ্বোধন ছাড়াও ৭টি চুক্তিতে সই করেন দুই রাষ্ট্রনেতা। দ্বিপাক্ষিক চুক্তিগুলি হল- বাংলাদেশ থেকে প্রচুর এলপিজি উত্তর-পূর্ব ভারতে আমদানি, খুলনায় একটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ও ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবন প্রকল্প।

বাংলাদেশের উন্নয়নে ভারতের ভূমিকার কথা বারবার উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি জানান, এলপিজি সরবরাহে দু’দেশের নাগরিকের ন্যূনতম চাহিদা মিটবে। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতে গ্যাস সরাবরহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ১২টি দ্বিপাক্ষিক প্রকল্প উদ্বোধন করা হলো। এই প্রকল্পগুলি কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন বৃদ্ধিতে সহযোগিতা করবে। এর ফলে লাভবান হবে দুই দেশের সাধারণ মানুষ।

এর আগে শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছিলেন, আমরা আশা করছি পরিবহণ, সংযোগ, ক্যাপাসিটি বিল্ডিং ও সংস্কৃতি ক্ষেত্রে ৬-৭টি চুক্তি সম্পন্ন হবে। মোদী ও হাসিনা যৌথভাবে তিনটি প্রকল্পেরও উদ্বোধন করবেন।

চারদিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে তিস্তা ও রোহিঙ্গা ইস্যু উঠে আসে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মুজিব কন্যা। সূত্রের খবর, আলোচনায় অসমের এনআরসি নিয়ে তাঁদের কোনও চিন্তা নেই বলে জানান হাসিনা।