নয়া কাশ্মীর, নতুন স্বর্গ: মোদী
নাসিক: অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে জম্মু ও কাশ্মীর নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে ‘নতুন ভূস্বর্গ’ তৈরির ডাক দিলেন মোদী। কাশ্মীরিদের গত ৭০ বছরের দুর্দশার জন্য কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী।
পাকিস্তানকে নিশানা করে মোদী বলেন, জম্মু ও কাশ্মীরে হিংসা, অশান্তি ছড়াতে সীমান্তের ওপার থেকে অনেক চেষ্টা চলছে। তিনি বলেন, কাশ্মীরে একটা নতুন ভূস্বর্গ সৃষ্টি করতে হবে। প্রতিটি কাশ্মীরিকে আলিঙ্গন করতে হবে।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার তথা ৩৭০ ধারা বাতিল করে রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমস্যা সমাধানে আমরা নতুন করে উদ্যোগী হব। আজ আমি খুশি যে, সেদিকেই দেশ এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী বলেন, ৩৭০ ধারা বাতিলের আগে জম্মু ও কাশ্মীর ভারতের বাকি রাজ্যগুলির তুলনায় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্ছিত থেকেছে। ৩৭০ ধারা বিলোপের ফলে, এবার বাধা দূর হবে এবং সেখানে কেন্দ্রের নানা প্রকল্প হবে, ফলে দেশের অন্যান্য সমস্ত মানুষের উপকার হবে। মোদী বলেন, কাশ্মীর অনেক ভালো কিছু থেকে বঞ্ছিত থেকেছে। তবে এখন সেই বাধা কেটে গিয়েছে। গোটা দেশের মানুষ এতে উপকৃত হবেন এবং কাশ্মীরিদের ভবিষ্যত আরও ভালো হবে।