Friday, March 21, 2025
দেশ

৩৭০ ধারা জম্মু-কাশ্মীরের উন্নয়নের পথে বাধা, মানুষ এখন পরিবর্তন চায়: মোদী

নয়াদিল্লি: কাশ্মীরে মানুষ সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫এ পরিবর্তন চাইছে। কারণ উন্নয়নের পথে এই ধারাগুলি বাধা সৃষ্টি করছে। নিউজ এইটিনের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ১৮ নেটওয়ার্কের এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেন, কাশ্মীরের সমস্যার মূল কারণ ওখানকার ৫০টি রাজনৈতিক পরিবার। তারা সাধারণ কাশ্মীরের মানুষকে কোনও সুবিধা দিতে চায় না। রাজনৈতিক লাভের জন্য মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে আসছে। প্রধানমন্ত্রী জানান, কাশ্মীরের মানুষের এই সমস্ত রাজনৈতিক পরিবারের থেকে মুক্তি চায়।

প্রধানমন্ত্রী বলেন, যারা পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টি করে উপত্যকায় তাদের পাকিস্তান থেকে আর্থিক সাহায্য করা হয় জঙ্গিদের সুরক্ষিত রাখার জন্য। কিন্তু জঙ্গিদের নিকেশ করার জন্য অভিযান চালায় NIA, কাশ্মীরের মানুষ বাড়ির বাইরে দাঁড়িয়ে হাত তালি দেয়। কাশ্মীরের সাধারণ মানুষ এরকম রাজনৈতিক পরিবারের কাছ থেকে স্বাধীনতা চায় যারা গত ৫০ বছর ধরে তাদের আবেগের অপব্যবহার করে চলছে। এখন কাশ্মীরের যা পরিস্থিতি তাতে মানুষ পরিবর্তন চায় সে ৩৭০ ধারা বা ৩৫এ হোক।

মোদী জানান, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নীতি উপত্যকায় উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থানের একাধিক সুযোগ থাকলেও ৩৫এ, ৩৭০ উন্নয়নের পথে বড় বাধা। কেউ কাশ্মীরের বিনিয়োগ করতে চায় না। আমরা IIMs তৈরি করতে পারি কিন্তু কোনও অধ্যাপক সেখানে যেতে চাইবে না কারণ তাদের সন্তানরা ওখানকার স্কুলে ভর্তি হতে পারবে না। পন্ডিত নেহেরুর নীতি পুনর্বিবেচনা করতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।