‘মিশন শক্তি’র সাফল্য নিয়ে বিশিষ্টদের টুইটের উত্তর দিলেন মোদী
নয়াদিল্লি: মহাকাশে ভারতের সাফল্যের খবর ঘোষণা হতে না হতেই প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি প্রতিক্রিয়া দেন বহু বিশিষ্ট মানুষও। তাঁদের কয়েকজনকে জবাব দেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই।
DRDO যা করেছে তা নিয়ে প্রতিক্রিয়া দিতে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান বলেন, এটা দেশের কাছে গর্বের মুহূর্ত। জবাবে মোদী বলেন, যেভাবে আপনি খারাপ বলকে মাঠের বাইরে ফেলে দেন ঠিক সেভাবে আমাদের ক্ষমতা কতটা সেটা অশুভ শক্তিকে বিজ্ঞানীরা বুঝিয়ে দিলেন।
Indeed, a proud moment for the whole nation.
Just like you smash the bad deliveries out of the park, our scientists have given India the capability to smash those forces who threaten our peace and harmony. #MissionShakti https://t.co/U4mpQiH9Fn
— Chowkidar Narendra Modi (@narendramodi) 27 March 2019
প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রতিবন্ধী ক্রীড়াবিদ দীপক মালিকও। তাঁকে জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানীরাই সম্পূর্ণ কৃতিত্বের অধিকারী। লতা মঙ্গেশকরের মন্তব্যের জবাব দিয়ে মোদী বলেন, বিজ্ঞানীরা ভারতের গর্ব। এছাড়া দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পন্ডিচেরির রাজ্যপাল কিরন বেদীও এই সাফল্যের প্রশংসা করেন।
Indeed Pranab Da.
These rich words from a distinguished statesman like you, who has also dealt with issues of national security, will greatly encourage our scientists and engineers. They have always worked to strengthen India and will continue to do so. #MissionShakti https://t.co/BvzsSQfUNA
— Chowkidar Narendra Modi (@narendramodi) 27 March 2019
যদিও মোদীর এই ঘোষণার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর এ ধরনের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছে তাঁরা। মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিরোধীরা। তবে সূত্র থেকে জানা গিয়েছে ,কমিশন বলেছে, দেশের নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা করার ক্ষেত্রে কোনও বাধা নেই।