Tuesday, June 24, 2025
Latestকলকাতা

কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর, ঘোষণা মোদীর

কলকাতা: পরিবর্তন করা হল ঐতিহ্যশালী কলকাতা বন্দরের নাম। রবিবার ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে নাম বদলের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন নাম হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর।

রবিবার সকালে বেলুড় মঠ থেকে জলপথে কলকাতা আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দরের দেড়শ বছর পূর্তির উদযাপন অনুষ্ঠানে ঘোষণা করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এখন থেকে কলকাতা বন্দরের নাম হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর’।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-সহ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিলীপ ধনকর। তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ভারতের প্রাচীনতম ঐতিহ্যশালী কলকাতা বন্দরের ঐতিহ্যে কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই বন্দর ভারতের ঐতিহ্যের প্রতীক। আর এই বাংলার বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশের শিল্পের বিকাশের পথিকৃৎ। তাই এই বন্দরের নাম পরিবর্তন করে রাখা হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর’।

মোদী বলেন, এই বন্দর ভারতের শিল্প, আধ্যাত্মিক এবং স্বনির্ভরতা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে। আজ এই বন্দরের ১৫০ তম বছর পূর্তি হল, এটিকে নতুন ভারতের শক্তিশালী প্রতীক করা আমাদের দায়িত্ব।