Tuesday, June 24, 2025
Latestদেশ

নেতাজির জন্মদিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মবার্ষিকী। জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী জানকীনাথ বসুর ডায়েরির উদ্ধৃতি টুইট করে লিখলেন, স্বাধীনতা সংগ্রামী ও চিন্তাবিদ নেতাজি।

প্রধানমন্ত্রী লিখেছেন, ঔপনিবেশিকতাকে রুখতে সাহসিকতা ও অসামান্য অবদানের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি ভারতীয়রা চিরকাল কৃতজ্ঞ থাকবেন। ভারতীয়দের অগ্রগতি ও মঙ্গলের জন্য তিনি উঠে দাঁড়িয়েছিলেন।

নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি জানকীনাথ বসু নিজের ডায়েরিতে লিখেছিলেন, মধ্যাহ্নে এক ছেলে জন্মগ্রহণ করেছে। সেই ছেলে বীর স্বাধীনতা সংগ্রামী ও চিন্তাশীল ব্যক্তি হয়েছিলেন। যিনি ভারতের স্বাধীনতার মতো অসাধারণ বিষয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমি নেতাজি বসুর কথা বলছি। তাঁর জন্মবার্ষিকীতে গর্বের সঙ্গে তাঁকে স্মরণ করছি।


নেতাজির জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। বাংলায় টুইটে তিনি লিখেছেন, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের সর্বাধিক প্রিয় জাতীয় নায়কদের একজন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।