Sunday, June 22, 2025
Latestদেশ

পুলওয়ামা হামলায় শহিদ সেনার স্ত্রীর হাত থেকে বিশেষ সম্মান গ্রহণ করলেন মোদী

কেভাদিয়া: আজ দেশজুড়ে পালিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মদিবস। এই বিশেষ দিনে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৪২ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) একজন নাসির আহমদের স্ত্রীর কাছ থেকে একটি স্মৃতিস্মারক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত পুলিশকর্মীদের পক্ষ থেকে জাতীয় পুলিশ মেমোরিয়াল স্মারকটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির সামনে দাঁড়িয়ে নাসির আহমদের স্ত্রীর কাছ থেকে স্মৃতিস্মারক গ্রহণ করছেন।

পিআইবি ইন্ডিয়া টুইটারে লিখেছে, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ৪২ জন সাহসী সিআরপিএফ জওয়ান শহিদ হন। শহিদ সিআরপিএফ হাওলাদার নাসির আহমদের স্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ভারতের সমস্ত পুলিশকর্মীদের তরফ থেকে জাতীয় পুলিশ স্মৃতিসৌধের একটি স্মারক তুলে দিচ্ছেন।


প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার লেথপোরায় (আবন্তিপোরারের কাছে) স্করপিও গাড়ি দ্বারা আত্মঘাতী বোমা হামলা করে সন্ত্রাসবাদীরা। এই হামলার ফলে ৪২ জন সিআরপিএফ কর্মী শহিদ হন। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান-ভিত্তিক ইসলামী জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ।