দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে রাশিয়া পৌঁছালেন মোদী
ভ্লাদিভোস্তক: দু’দিনের রাশিয়া সফরে বুধবার সকালে ভ্লাদিভসটক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া ভারত-রাশিয়া ২০তম বার্ষিক সম্মেলনেও পুতিনের সঙ্গে নানা বিষয়ে কথা হবে মোদীর।
মোদী বলেছেন, বন্ধু পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা হবে। জোর দেওয়া হবে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে। এছাড়া বাণিজ্য সম্মেলনে আসা বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা মোদীর।
এদিন ভ্লাদিভসটক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়।
#WATCH Russia: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin hug and shake hands before their departure for Zvezda ship-building complex, Vladivostok. (Earlier visuals) pic.twitter.com/9DDJyvBknL
— ANI (@ANI) September 4, 2019
#WATCH Prime Minister Narendra Modi receives guard of honour, on his arrival in Vladivostok. He is on a 3-day visit to Russia. pic.twitter.com/o5AMKrd6zy
— ANI (@ANI) September 3, 2019
রাশিয়ার পূর্ব প্রান্তে পৌঁছে গিয়েছেন মোদী। যা আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী করেননি। ভ্লাদিভোস্তক হল রাশিয়ার পূর্ব প্রান্তের রাজধানী শহর।