Tuesday, March 25, 2025
Latestআন্তর্জাতিক

রাষ্ট্রপুঞ্জে বক্তব্যের পরেই মোদীকে ‘সেলফি রিকয়েস্ট’

নিউ ইয়র্ক: শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত শুধু নিজের কথা ভাবে না, বিশ্বকল্যাণে কাজ করে। এক কথায় ভারতের বিশ্বরূপ তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে থাকে ভারতের প্রাচীন সংস্কৃতি। ১৭ মিনিটের ভাষণের পরেই, টুইট প্রধানমন্ত্রীর দফতরের, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভায় ভাষণের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে সেলফি তোলার আবদারের ছবি পোস্ট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

এদিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নে ভারতের অবদান তুলে ধরেন মোদী। এক সপ্তাহের মার্কিন সফরে এদিন, বিশ্বের তাবড় নেতাদের সামনে একাধিক বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংস্কৃতি থেকে শুরু করে তাঁর ভাষণে ছিল জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ও।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটে লেখা হয়, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণের পর, স্বাগত-বার্তা এবং নিজস্বীর আবদার। রাষ্ট্রপুঞ্জে যাঁরা প্রধানমন্ত্রীর ভাষণের সাক্ষী হলেন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন তাঁরা।


ছবিতে দেখা যায়, হাসিমুখে বহু মানুষে ঘেরাটোপে রয়েছেন প্রধানমন্ত্রী, সঙ্গে মোবাইল উঁচুতে তুলে ধরেছেন ভিড়ে ঠাসা সভা ঘরে। প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা কুর্তা এবং কালো জ্যাকেট, তাঁদের উদ্দ্যেশে হাত নাড়তে দেখা গিয়েছে তাঁকে।

মোদী এদিন ভাষণে বলেন, ভারতের সংস্কৃতি জীবে শিব দেখে। জনকল্যাণই আমাদের সংস্কৃতির প্রাণতত্ব। আর জনকল্যাণ শুধু ভারতের জন্য নয়, বিশ্বকল্যাণের জন্য। জনকল্যাণ থেকে বিশ্বকল্যাণই লক্ষ্য। তাই তো আমাদের লক্ষ্য, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।